সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা(স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান ১১ই নভেম্বর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন-মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও ফকিরাঘোনা(স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মহসিন আনোয়ার চৌধুরী, শিক্ষক প্রতিনিধি -জোসনা আকতার, ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান,ছোট মহেশখালী সীপাহীর পাড়া আজিজিয়া ইসলামীয়া একাডেমীর প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ফকিরাঘোনা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাও.ফরিদুল আলম, আনচার কামাল, হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন- মৌলানা আব্দুল মাবুদ।