এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া (কক্সবাজার),
চকরিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও লক্ষ্যারচর কাজিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাছাই কমিটির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান ও সদস্য সচিব চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারসহ অন্যান্য সদস্যরা সাংবাদিক এম জিয়াবুল হককে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত করেন।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক এম জিয়াবুল হক বলেন, যে কোন ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব সচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন নিশ্চয় একদিন তার এ কাজের সফলতা আসবে। তাঁকে উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মনোনীত করায় বাছাই কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারসহ কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক এম জিয়াবুল হক।
এছাড়াও সাংবাদিক এম জিয়াবুল হক তাঁর সাফল্যজনক এই কৃতিত্বের জন্য সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, এসএমসি কমিটির সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।