প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৬ জনকে আটক করেছে। গত ৯ নভেম্বর সকাল হতে ১০ নভেম্বর   সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই দেলোয়ার হোসেন, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই সনজীত চন্দ্র দে, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই প্রদীপ চন্দ্র দে, এএসআই দ্বীন মোহাম্মদ, এএসআই মহিউদ্দিন বেগ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১১, তাং- ০৫/১১/১৯ ইং ধানাঃ- ১৪৩/৪৪৭/৩২৪/৩২৫/৩৭৯/৫০৬ দঃ বিঃ।

১। সিরাজুল মোস্তাফা প্রঃ মছকান, পিতা- আলী হোসেন, সাং- পূর্ব লার পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১১, তাং- ০৫/১১/১৯ ইং ধানাঃ- ১৪৩/৪৪৭/৩২৪/৩২৫/৩৭৯/৫০৬ দঃ বিঃ।

২। মোঃ হোসেন মোবারক, পিতা- জাফর আলম, সাং- পূর্ব তেতৈয়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ রাশেদ, পিতা- আহমদ ছফা, সাং- ঘটিয়াডাঙ্গা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম,

৪। নাজিম উদ্দিন, পিতাপ- মোঃ বদু, সাং- জালিয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

৫। জাকির হোসেন, পিতা- বশির আহমদ, সাং- খুরুলিয়া চেয়ারম্যান পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৬। মোঃ জামাল হোসেন, পিতা- জমির হোসেন, সাং- টেকনাইফ্যা পাহাড় দঃ রুমলিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৩, তাং- ০৫/১১/১৯ ইং ধানাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ।

৭। মোঃ সেলিম পারভেজ, পিতা- মৃত মোস্তাক আহমদ, সাং- মধ্যম নাপিতখালী, ৪নং ওয়ার্ড, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার নন এফআই আর নং-৪৪৬/১৯, তাং-১০/১১/১৯খ্রিঃ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৮। মোঃ খোরশেদ আলম, পিতা- আক্তার আহম্মদ, সাং- লিংক রোড, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার নন এফআই আর নং-৪৪৬/১৯, তাং-১০/১১/১৯খ্রিঃ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৯। মোঃ রিয়াজ উদ্দিন, পিতা- ফজল কবির, সাং- খুরুলিয়া, ৮নং ওয়ার্ড, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

১০। সামশুল আলম, পিতা- মৃত সোলতান আহমদ, সাং- খুরুলিয়া, ৮নং ওয়ার্ড, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

১১। মমতাজ আহমদ, পিতা- মৃত গোলাম শরীফ, সাং- খুরুলিয়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

১২ । নবাব মিয়া, পিতা- মৃত খুইল্যা মিয়া, সাং- ঝিলংজা, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। ফরিদুল আলম প্রঃ বাবুল, পিতা- মৃত আব্দুল কাদের, সাং- দক্ষিণ খরুলিয়া, চর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। ছরোয়ার কামাল, পিতা- গোলাম মোস্তফা, সাং- সাতজুলাকাটা, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ সোলায়মান, পিতা- মোঃ নুরুল কবির প্রঃ ভাবু, সাং- ভাদিতলা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।

৪। হেলাল উদ্দিন, পিতা- মোঃ শফি, সাং- পূর্ব ইছাখালী পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।