এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া
চকরিয়া উপজেলার বরইতলী আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মৌলানা আব্দুল হালিম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৯ নভেম্বর) বেলা সোয়া ১টায় চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট ও হৃদরোগে ভোগছিলের।
মৌলানা আব্দুল হালিম বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম হাজী আমিন উল্লাহ’র তৃতীয় পুত্র। দাম্পত্য জীবনে তিনি দুই পুত্র ও এ কন্যা সন্তানের জনক। মৌলানা আব্দুল হালিম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে একযুগের বেশী সময় ধরে তিনি সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করেন।
রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপর বরইতলী দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
বরইতলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আব্দুল হালিমের ইন্তেকাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।