মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ঘূর্ণিঝড় বুলবুল ও সমুদ্র সৈকতে ৪ চার নম্বর সতর্ক সংকেতের কারণে কক্সবাজারে থাকা পর্যটক ও অন্যান্য সকলের নিরাপত্তার প্রয়োজনে সমুদ্রের পানিতে না নামতে ও রাত্রে সৈকতে না থাকতে কক্সবাজার জেলা প্রশাসন সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ বিষয়ে বলেছেন, অনেকেই দুর্যোগকালীন পরিস্থিতিতে সাগর উত্তাল থাকাবস্থায় সমুদ্রের পানিতে গোসল করার চেষ্টা করছে। এটা যে কোন মুহুর্তে বিপদ ডেকে আনতে পারে। তাই দুর্যোগপূর্ণ অবস্থায় সাগরে গোসল করতে নামা খুবই বিপজ্জনক হতে পারে। এছাড়া সাগর বিক্ষুব্ধ থাকায় রাত্রিবেলায় সমুদ্র সৈকতে বেড়ানো কোন অবস্থাতেই উচিত নয়। তাই সবার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া ও আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে না নামতে ও রাতে সৈকতে না যেতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ বিষয়ে সতর্কিকরণের জন্য মাইকিং সৈকত এলাকায় করা হয়েছে এবং বীচ কর্মী, রেসকিউ টিমকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
একইভাবে, কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, অনেকে কৌতুহল বশত ও সতর্ক সংকেত চলাকালীন সাগরের অবস্থা কেমন থাকে তা দেখার জন্য রাত্রে সৈকতে গিয়ে দেখতে চায়। এটা অনেকের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই এসপি মোহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তারপরও কেউ সমুদ্রে নামতে চাইলে পুলিশ দিয়ে তাদের জোর করে উঠিয়ে দেওয়া হবে।