সোয়েব সাঈদ, রামু :
‘বুলবুল’ নামের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ভারতের একটি রায়কে কেন্দ্র করে জেলায় সম্প্রীতি রক্ষায় সর্বস্তুরের জনতাকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে কক্সবাজার শহরে প্রচারনা চালালেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে খোলা জীপ গাড়ীতে মাইক বেঁধে শহরের অলিগলিতে এ প্রচারনা চালান তিনি।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মাইকে ঘোষনা দিয়ে, ‘বুলবুল’ নামের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে কক্সবাজারসহ বাংলাদেশকে যেন মহান রাব্বুল আল আমিন রক্ষা করেন সে প্রার্থনা জানিয়ে সকলকে সতর্কতার সহিত নিরাপদে অবস্থান করার আহবান জানান।
একই সাথে এমপি সাইমুম সরওয়ার কমল ভারতের একটি রায়কে কেন্দ্র করে রামু-কক্সবাজারসহ দেশের সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে সে ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বসাধারনের প্রতি আহবান জনান। তিনি সকলকে সর্বোচ্চ ধৈর্য্য ধারনেরও আহবান জানান।
এদিকে তাঁর অভিনব প্রচারনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ এমপি কমলের এ প্রচারনাকে স্বাগত জানান। তারা জানান, এমপি কমল আসলেই একজন জনবান্ধব নেতা। প্রতিটি দুর্যোগকালিন সময়ে তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান।