হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত ৩টি ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলাম চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। আর সদস্যদের শপথ করান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি।

শপথ নেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার, সোনাইছড়ি ইউপির চেয়ারম্যান এ্যানিং মারমা ও ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গির আজিজ। পরে দোছড়ি ইউপির একজনসহ ৩৭ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ানো হয়।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বান্দরবানের ডিসি দাউদুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।