মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ৯ নভেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ডিসি সাহেবের ফাইনাল বলী খেলা ও মেলা দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। বিষয়টি বলী খেলা আয়োজন কমিটির সদস্য সচিব ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সিবিএন-কে নিশ্চিত করেছেন।
কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জানান, বলী খেলা আয়োজন কমিটির আহবায়ক ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি জসিম উদ্দিন, মোঃ আবছার সহ অর্ধ শতাধিক বলী উপস্থিত ছিলেন বলে তিনি জানান।