মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সহ দেশের উপকূলীয় ১৩ জেলার স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর শনিবার ও রোববার, ৯ ও ১০ নভেম্বরের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন এন্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার কর্তৃক শনিবার ৯ নভেম্বর জারীকৃত এক আদেশে একথা বলা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের সিভিল ডা. এম.এ মতিন বলেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর শনিবার ও রোববার, ৯ ও ১০ নভেম্বরের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমে মেডিকেল টিম গঠন, জরুরী ওষুধ পত্র, পরিবহন ও অন্যান্য সরঞ্জাম মজুদ রাখতে বলা হয়েছে। জেলা কন্ট্রোল রুমের নিয়মিত রিপোর্ট সদর দপ্তরে প্রেরণের জন্যও বলা হয়েছে। সিভিল সার্জন, জানান, কক্সবাজার স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে এবং শুক্রবার থেকে কন্ট্রোল রুমের রিপোর্ট সদর দপ্তরে প্রেরন শুরু করেছে।