মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, সাবেক সফল মেয়র, মরহুম আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র সহধর্মিণী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাথে সাক্ষত করেছেন। শুক্রবার ৮ নভেম্বর চট্টগ্রাম চশমা হিলের বাসভবনে হাসিনা মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। এসময় উভয়ে কুশল বিনিময় ও পরস্পর মতবিনিময় করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর গর্বিত মাতা হাসিনা মহিউদ্দিন এসময় নব নিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরিন আখতারের সার্বিক সাফল্য কামনা করেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।