সিবিএন :

নোয়াখালীর সুবর্ণচরে ৬০ বরযাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় নিহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুকুরে পড়া বাস যাত্রীদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন নোয়াখালীর চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, হাতিয়া উপজেলা থেকে সুবর্ণ পরিবহনের বাসটি বরযাত্রী নিয়ে সুবর্ণচর উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির বলেন, মাইজদি ফায়ার স্টেশন এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। উদ্ধার কাজ চলছে।