সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার পৌর শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১১ নভেম্বর সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সন্ধ্যা ৭টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। উক্ত কর্মসূচিতে পৌর যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী এবং ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়কবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার পৌর শাখার আহবায়ক শোয়েব ইফতেকার ও যুগ্ন-আহবায়ক ডালিম বড়–য়া, আছাদ উল্লাহ সিআইপি, শাহেদ মো: এমরান।