শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালী উপজেলার কালারমারছড়ায় সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির অাঘাতে
মো: রুবেল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ইউনিয়নের ঝাপুয়া মারাক্কাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার পেটান আলির পুত্র।
এতে আরেকজন আহত হয়েছেন।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কালারমার ছড়া ইউনিয়নের আওয়াতাধীন ৪ নম্বর ওয়ার্ডের ঝাপুয়াস্থ মারক্ষাঘোনা পাহাড়তলীতে বসত ভিটার সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মজিদ(লেড়ু) ও পেটান আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে ।
এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নুরুল আলম প্রকাশ পেটান আলীর পুত্র মোহাম্মদ রুবেল (২৪) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের আইসি শাহাজাহান ঘটনার স্থলে রয়েছেন বলে জানাগেছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করে সদরে প্রেরন করা হয়েছে ঘটনার জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।