মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শুক্রবার ও শনিবার, ৮ ও৯ নভেম্বর ২ দিন ব্যাপী ডিসি সাহেবের বলীখেলা ও মেলা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। শুক্রবার ৮ অক্টোবর বিকেল ৩ টায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বলীখেলা উদ্বোধন করবেন বলে বলীখেলা আয়োজন কমিটির সদস্য সচিব ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সিবিএন-কে জানিয়েছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব সচিব মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
কাউন্সিলর হেলাল উদ্দিন কবির সিবিএন-কে জানান, ৫ শতাধিক বলীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামের চারপাশের এলাকায় নাগরদোলা, শিশুদের ট্রেন সহ বিভিন্ন আনন্দদায়ক রাইডস বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়েছে। বলীখেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের চতূর্দিকে ঐতিহ্যবাহী গ্রামীন ও কারুপণ্যের মেলা বসেছে। তিনি আরো জানান, সবরকম জুয়া মুক্ত রাখা হয়েছে এই বলীখেলা ও মেলাকে। বলীখেলা ও মেলা আয়োজন কমিটির আহবায়ক ও এডিসি (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ অন্যান্য দায়িত্বশীলগণ বলীখেলা ও মেলাস্থল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
বলীখেলা ও মেলায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।