মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা জজশীপ, ম্যাজিস্ট্রেসী এবং ট্রাইব্যুনালের ৯ জন বিচারকের বিচারকার্যে শিশু অধিকার সুরক্ষা বিষয়ক এক প্রশিক্ষণ শহরের হোটেল লং বীচে শুরু হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর থেকে শনিবার ৯ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণের কার্যক্রম চলছে।
আইন ও বিচার বিভাগের উদ্যোগে “স্ট্রেন্দেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় একই বিষয়ে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশ গ্রহনকারী বিজ্ঞ বিচারকেরা হলেন- কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) জেবুন্নাহার আয়শা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) নুর ইসলাম, কক্সবাজারের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ আলাওল আকবর ও জেলা লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্য। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক (জেলা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।