মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ন পরিষদের জন্য ৭১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ইতিমধ্যে এ পদটির জন্য ৩ দফে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম দফে ১২ জন, দ্বিতীয় দফে ৩৪ জন এবং তৃতীয় দফে ২৫ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হয়। তৃতীয় দফে আহবান করা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী বৃহস্পতিবার ১৪ নভেম্বর। এ নিয়োগ প্রক্রিয়া এখন চলামান রয়েছে। এ নিয়োগ নিয়ে যাতে কোন আবেদনকারী প্রতারক, দালাল, তদবিরবাজ, অসাধু ব্যক্তির খপ্পরে পড়ে যাতে প্রতারিত হতে নাপারে সেজন্য কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে স্পষ্ট করে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাচাই করে চুড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। তাই এ বিষয়ে চাকুরী প্রত্যাশীদের প্রতারক, দালাল, তদবিরবাজ ও অসাধু লোকজনের ব্যাপারে সাবধানতা অবলম্বনের স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। নিম্মে কক্সবাজার জেলা প্রশাসনের পেইজে পোস্টকৃত স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ন পরিষদের ৭১ টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদেরকে যাচাই-বাছাই করে চূড়ান্ত নিয়োগ দান করা হবে।

চাকরি প্রত্যাশী সকলকে দালাল, প্রতারক, তদবীরবাজ, অসাধু ব্যক্তি থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”