ফাইল ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ”বুলবুল” এর জন্য টেকনাফ হতে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) ও পর্যটন সেলের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আফসার বৃহস্পতিবার ৭ নভেম্বর এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল নিরাপত্তার কারণে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। প্রশাসন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি উক্ত রুটে জাহাজ চলাচলের অনুমতি প্রাপ্ত ৫ টি পর্যটকবাহী জাহাজের মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।