আবদুল মজিদ ,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান কেক কেটে ও আগত অতিথি এবং গ্রাহকদের মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড চকরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ হাবিব উল্লাহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাব সমিতির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি মোঃ আবদুল মজিদ, চকরিয়া ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (কাজল), সহ-সভাপতি মিজানুর রহমান (মিজান), চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সহ-সম্পাদক এস এম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, ব্যবসায়ী আজিজুল হক, মোঃ ফারুকুল ইসলাম, মাহমুদুল করিম, সাকের উল্লাহ, উত্তম মজুমদারসহ অন্যান্য গ্রাহকবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন শাখার সহকারী ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশ, আমিনুর রহমান (অফিসার), মাশেকুর রহমান (অফিসার), মোঃ রিদুয়ান করিম (অফিসার) ও অন্যান্যরা। সভায় বক্তারা ব্যাংকের সেবার মান এগিয়ে নিতে একযোগে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান।