প্রেস বিজ্ঞপ্তি :
আজ ৭ নভেম্বর টেকনাফ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী।
আলহাজ্ব শামসুদ্দিন আহমদ চেয়ারম্যান ১৯৪৩ সালে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
১৯৬০ সালে তিনি কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬২ সালে তিনি তৎকালীন দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি সর্বোচ্চ বিদ্যাপীঠ সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
টেকনাফ উপজেলার দ্বিতীয় ছাত্র হিসেবে ১৯৬৪ সালে তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে বি.এ পাশ করেন এবং ১৯৬৭ সালে ময়মনসিংহ সরকারি বিএড কলেজ থেকে বি.এ.বি.এড সম্পন্ন করেন।
ছাত্রজীবন শেষে তিনি কিছুকাল কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সহকারি ইংরেজি শিক্ষকের দায়িত্ব পালন করেন।কিন্তু খুব অল্পসময়েই টেকনাফ উপজেলার অন্তর্গত ৫নং বাহারছড়া ইউনিয়নের সর্বসাধারণের অনুরোধ ও চাপের মুখে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে ১৯৭৩ সালে অনুষ্ঠিত দেশের প্রথম স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৭৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত তিনি পরপর তিন তিনবার অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৮৬ সালের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
শারীরিক অসুস্থতার দরুণ ১৯৯০ সালের পর তিনি সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করেন।
২০১২ সালের আজকের এই দিনে (৭/১১/১২) তিনি কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং ইতি ঘটে এক বর্ণাঢ্যময় জীবনের।
শামসুদ্দিন আহমদ চেয়ারম্যানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
