মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও দেশের মন্ত্রী-সচিব, চেয়ারম্যন এবং সরকারী দপ্তরের বিপুল পরিমাণ জাল কাগজপত্র ও জাল সীল সহ আবূল আলা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রামু থানা পুলিশ বুধবার ৬ নভেম্বর দিবাগত রাত্রে তাকে গ্রেপ্তার করে।
রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের আবুল আলাকে গ্রেফতারের কথা স্বীকার করে সিবিএন-কে বলেছেন, তার থেকে উদ্ধার করা ল্যাপটপ ও অন্যান্য মালমাল চেক করা হচ্ছে। ওসি জানান, আটক আবুল আলার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্ট পুলিশের মাধ্যমে তাকে বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকেলেই আদালতে চালান দেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।