নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ মোতালেব (সিআইপি)কে সংবর্ধনা জানিয়েছে কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতি।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের বড়বাজারস্থ সমিতির কার্যালয়ে শুভাগমন উপলক্ষে ‘লাল গোলাপ শুভেচ্ছা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জেবর মুল্লুক।
সাতকানিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ মোতালেব (সিআইপি) অনুষ্ঠানস্থলে পৌঁছলে সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ প্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সংবর্ধনার জবাবে চেয়ারম্যান এমএ মোতালেব সাতকানিয়া লোহাগাড়ার মানুষের পাশে সবসময় থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, এখন আমি কোনো দলের নই, সব শ্রেণী-পেশার মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। মানুষের প্রয়োজনের সব ত্যাগ করতে প্রস্তুত।
আমার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারীদের স্থান হবে না। অপরাধীদের যেখানে পাওয়া যায়, রুখে দেয়া হবে। কোন আপোষ চলবে না।
চেয়ারম্যান এমএ মোতালেব বলেন, দল-মত নির্বিশেষে সবার পরামর্শ ও সহযোগিতা পেলে সাতকানিয়াকে একটি মডেল উপজেলায় পরিনত করতে পারব।
সভায় আরো বক্তব্য প্রদান করেন- কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরী, বনফুল গ্রুপের জিএম আমান উল্লাহ, পরিচালক এমএ শুক্কুর, সিইও আব্বাস উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আহমদ ওসমানি, বিশিষ্ট ব্যবসায়ী বাবু মহারাজ নাথ, সমিতির সহসভাপতি আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক নুরুল আমিন, সাংবাদিক বলরাম দাশ।
সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।
সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কক্সবাজারে সংবর্ধনা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।