মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কক্সবাজার জেলা ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। বুধবার ৬ নভেম্বর মেয়র মুজিবুর রহমান ইজতেমা ময়দান পরিদর্শনকালে ইজতেমার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন এবং আয়োজনকারীদের সাথে কুশল বিনিময় করেন। কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশের ঝাউ বাগানে ৭-৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা ইজতেমায় মেয়র মুজিবুর রহমান তাবলীগ জামায়াতের সাথীদের অনুরোধে অনানুষ্ঠানিকভাবে বক্তব্য রাখেন। এসময় তিনি কক্সবাজার পৌরসভা থেকে জেলা ইজতেমার জন্য সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে তাবলীগ জামায়াতের জেলা শুরা সদস্য ও মাদ্রাসা আবরারের মুহতামিম মাওলানা আতাউল করিম, মাওলানা জাফর আলম সহ ইন্তেজামিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও ইজতেমার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।