মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন একই আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। বুধবার ৬ নভেম্বর থেকে তিনি কক্সবাজার বিচার বিভাগের এই শীর্ষ দায়িত্ব পালন করছেন। বিষয়টি কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর প্রশাসনিক বিভাগ সিবিএন-কে নিশ্চিত করেছেন।
‘অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর আওতায় দুই সপ্তাহের শর্ট কোর্সে অংশ নিতে আগামী শনিবার ৯ নভেম্বর কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ অস্ট্রেলিয়া যাওয়ার কর্মসূচী থাকায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস তিনি অস্ট্রেলিয়া থেকে না আসা পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আগামী ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস চট্টগ্রামের সেন্টপ্লাডিস হাই স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইসএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। অসাধারণ প্রতিভাসম্পন্ন রাজিব কুমার বিশ্বাস বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এর প্রথম ব্যাচের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বিচার বিভাগের একজন গর্বিত সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। একজন বিচারক হিসাবে ২০০৮ সালের ২২ মে রাজিব কুমার বিশ্বাস সরকারি চাকুরীতে যোগ দেন। চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকাবস্থায় তিনি কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে বছর দেড়েক আগে হতে কক্সবাজার বিচার বিভাগে যোগ দেন। তখন থেকে বিচারক রাজিব কুমার বিশ্বাস সততা, নিষ্ঠ ও দক্ষতার সাথে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিচারক রাজিব কুমার বিশ্বাস অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষণ, বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বুনিয়াদি প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার পেরপেরা মহিরা গ্রামের সন্তান রাজিব কুমার বিশ্বাস ১৯৭৭ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১০ নভেম্বর বিচারক রাজিব কুমার বিশ্বাস কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বুনিয়াদি একটি পরিবারের সদস্যাকে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন। ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস এক পুত্র সায়ন ও এক কন্যা সন্তানের জনক।