সংবাদদাতা:
রামু উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন সাময়িক স্থগিত করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্মেলনকে ঘিরে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা শীর্ষ নেতৃবৃন্দের নজরে পড়েছে। পরিস্থিতি এড়াতে রামু উপজেলাধীন সকল ওয়ার্ড ইউনিয়ন সমূহের সম্মেলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।