ইমাম খাইর, সিবিএনঃ
মাত্র ৮১ টি সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি।
বুধবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেল মাছগুলো ধরা পড়ে।
ভাগ্যবান ব্যক্তির নাম জামাল উদ্দিন বহদ্দার। তিনি মাতারবাড়ি শাইরারডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। প্রথমে ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারীঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ীকে ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো বিক্রি করে।
জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে জাল বসায়। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তুলা হলে দেখে সবগুলো মাছের আকার বড়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি হতে পারে।
স্থানীয়রা জানিয়েছে, কুতুবদিয়া দ্বীপের ইতিহাসে এত বড় সাইজের পোয়া মাছ কোন জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতুহল সৃষ্টি করে।