চট্টগ্রাম থেকে ব্যবসায়ীক কাজ সেরে বাড়ি ফেরার পথে মোঃ আব্দুস সত্তার (৩৪) নামে কক্সবাজারের এক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। গত ২৯ অক্টোবর থেকে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্ত্রী তছলিমা আক্তার। যার নং-৩৮/১৯।
মোঃ আব্দুস সাত্তার কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ডের উত্তর কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মৃত নুরুল আবছারের ছেলে। তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় পরনে চেক লুঙ্গি ও ফুল হাতার শার্ট ছিল।
মোঃ আব্দুস সাত্তারের স্ত্রী তছলিমা আক্তার বলেন, আমার স্বামী ২৬ অক্টোবর মাছ বিক্রি করতে চট্টগ্রামে যায়। ২৯ অক্টোবর বাড়িতে ফেরার আগে তার ব্যবহৃত মুঠোফোন থেকে আমার সঙ্গে কথা বলে। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। কেউ সন্ধান পেয়ে থাকলে ০১৮৫৪ ৫৬৫৪৮০ নাম্বারে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকব। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।