নিজস্ব প্রতিবেদকঃ 

কক্সবাজার সদরের পোকখালী থেকে ইয়াবাসহ এহতেসামুল হক বাবুল (৪৬) নামের প্রাক্তন বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়।বাবুল প্রকাশ বিডিআর বাবুল পূর্ব পোকখালী এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বাবুল। বেশ কিছু দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়। অবশেষে বাড়ির সামনে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে সংবাদে অভিযান চালানো হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির খোঁচা থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করে। একই দিন সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বরনী ১০(ক) ধারা মামলা রুজু করে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় জানিয়েছে, এহতেসামুল হক বাবুল এক সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্য হিসেবে কর্মরত ছিলেন। অবসরপ্রাপ্ত হয়ে ঘাতক মরন নেশা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।