আবুল কালাম, চট্টগ্রাম :

চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপির) ট্রাফিক বিভাগের আগের ঘোষণা মতে চট্টগ্রাম মহানগরীতে যানজট মুক্ত রাখতে আজ বুধবার (৬ নভেম্বর) থেকে নগরীর দেওয়ানহাট মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, দেওয়ান হাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করা হলেও চৌমুহনী মোড় ও বাদামতলী মোড়ের পূর্ব পশ্চিমে রাস্তা অতিক্রম করতে পারবে রিকশা। তবে মোড়ের একশ গজের মধ্যে কোনও যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়ে উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ বলেন, প্রতিদিন হাজার হাজার গাড়ি দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং সড়ক দিয়ে চলাচল করে। রিকশার কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে রিকশা মালিক সমিতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়। সবার উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।