আবদুল মজিদ, চকরিয়া:
সাইমা জন্নাত ময়ুরী (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। সে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের পশ্চিম কোচপাড়া (পৌর বাসটার্মিনাল সংলগ্ন) এলাকার গাড়ী শ্রমিক জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় ভরামুহুরীস্থ ব্র্যাক স্কুলের ছাত্রী। এনিয়ে নিখোঁজ ছাত্রীর অসহায় পিতা ৫ নভেম্বর চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (নং ২০২/১৯) দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু কন্যা সাইমা জন্নাত ময়ুরী প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পর খাবার খেয়ে দুপুর অনুমানিক ২টার দিকে বাড়ির বাহিরে খেলা করতে যায়। কিন্তু অন্যান্যদিন খেলা শেষে বাড়ি ফিরলেও সন্ধার পরও শিশু মেয়ে ময়ুরী বাড়ি না ফেরায় এবং গত ৪দিনেও খোজ না পাওয়ায় পরিবারের চলছে উদ্বেগ উৎকন্ঠা। আত্বীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজ না পেয়ে থানায় জিডি করেন পিতা।
কোন সুহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে পরিবারের ০১৮১২৬১২০১৯ ও ০১৮১১৮৭৬৬৪৭ নাম্বারে কিংবা নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
শিশুর উচ্চতা ৫ফুট, পরনে প্রিন্টের ছেলোয়ার কামিজ, গায়ের রং ফর্সা ও মুখমন্ডল গোলাকার।