মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশ্ব যত উন্নত হবে, আধুনিক টেকনোলজির উদ্ভাবনও তত বাড়বে। আর এসব নতুন নতুন টেকনোলজি যে শুধু নেতিবাচক কাজে ব্যবহার করা হবে, এমন কথা গ্রহণযোগ্য নয়। নতুন টেকনোলজির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে মানবকল্যান সাধনে এর সুফল ভোগ করতে হবে। তেমনি একটি বস্তু হলো, স্মার্ট ফোন। পুলিশের দাপ্তরিক কাজে এই স্মার্ট ফোন বহুমুখী কাজে লাগানোর উজ্জ্বল সম্ভাবনার দ্বারকে উম্মোচন করতে পুলিশ সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ করা হচ্ছে।
৫ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঝে স্মার্ট ফোন বিতরণকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন একথা বলেন।
পুলিশ সুপারের কার্যালয়ে স্মার্ট ফোন বিতরণ অনুষ্ঠানে সরকারী বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ, ডিআইও-১ এবং টিআই (প্রশাসন) সহ বিভিন্ন অফিসারদের মাঝে স্মাটফোন বিতরণ করা হয়।
স্মার্ট ফোনপ্রাপ্ত জেলা পুলিশের কর্মকর্তাগণ পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁরা স্মার্ট ফোন পেয়ে বেশ আনন্দিত হন।