মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মি. নাকিতো, জাপান দূতাবাসের কাউন্সিলর মি. ইয়াগো হারাও, সেকেন্ড সেক্রেটারি মি. ইউকো সহ একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ৭ নভেম্বর কক্সবাজার আসছেন। তাঁরা বৃহস্পতিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন ও সেখানে রোহিঙ্গা শরনার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। পরে রোহিঙ্গা প্রশাসন, কক্সবাজার জেলা প্রশাসন ও ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রম নিয়ে তাদের সাথে বৈঠকে মিলিত হবেন বলে সিবিএন-কে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছেন।