মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৃহস্পতিবার ৭ নভেম্বর কক্সবাজার আসছেন। তাঁরা কক্সবাজারে রোহিঙ্গা প্রশাসন, জেলা প্রশাসন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) গুলোর সাথে বৈঠকে মিলিত হবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন। সুত্রমতে, তাদের অগ্রবর্তী টিম হিসাবে ইউএস এইডের ডেপুটি ডাইরেক্টরের নেতৃত্বে একটি টিম বুধবারই কক্সবাজার আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও ইউএস এইডের উর্ধ্বতন কর্মকতারা রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সাহায্য, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী, ভাসানচরে শরনার্থী স্থানান্তর সহ আরো বিভিন্ন বিষয়ে কথা বলবেন বলে সিবিএন-কে উক্ত সুত্র জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২ বছর ধরে রোহিঙ্গা শরনার্থীদের সবচেয়ে বেশী মানবিক সাহায্য প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।