লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও পদুয়া বাজরে ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
জানা যায়, উপজেলার আমিরাবাদ ও পদুয়া বাজারে দুইটি আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজার রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে ২০ হাজার টাকা জরিমানা ও সর্তকতা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, ভেজাল রিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।