মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব কামরুন নাহার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার ৫ নভেম্বর সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আফসারুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন ও প্রটোকল) এস.এম সরওয়ার কামাল সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব কামরুন নাহার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা কক্সবাজার অবস্থানকালে পূর্ব নির্ধারিত কয়েকটি কর্মসূচীতে অংশ নেবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে জানিয়েছেন।
প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব কামরুন নাহার সদ্য নিযুক্ত মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সহধর্মিণী।