অনলাইন ডেস্ক : মার্কিন অভিযানে নিহত আইএস প্রধান আবু বকর আল বাগদাদির বোনসহ ৩ জনকে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ। বর্তমানে তারা নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।
সোমবার, সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর আজাজ থেকে আটক করা হয় বোন রাসমিয়া আওয়াদ, তার স্বামী এবং কন্যা সন্তানকে। তাদের জিজ্ঞাসাবাদ করছে তুর্কি নিরাপত্তা সদস্যরা।
আঙ্কারা জানিয়েছে, বাগদাদি এবং আইএস সংশ্লিষ্ট নতুন নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জরুরি বিবৃতিতে জানান, সিরিয়ার ইদলিবে মার্কিন বাহিনীর চালানো অভিযানের সময় আত্মহত্যা করে আইএস প্রধান বাগদাদি। পরে, তার মরদেহ ভাসিয়ে দেয়া হয় সমুদ্রে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।