বিনোদন ডেস্ক
বলিউডের আন্ডারগ্রাউন্ডে থাকা এক অভিনেত্রী ইশা কোপিকার। বেশ কয়েক বছর আগেই তিনি রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সময় দিয়েছেন সংসারে। সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলেন। তবে আবার তিনি ফিরছেন। এবার তাকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে।
কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরুর আগে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক ইশা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বলিউড যাত্রা সহজ ছিল না। প্রচুর লড়াই করেছি। তবু আমাকে আইটেম গার্লের চরিত্র দেয়া হত। চরিত্র পাওয়ার জন্য অনেক চেষ্টা করতাম। বলা হত, পরিচালক বা প্রযোজকের প্রেমিকা না হলে চরিত্র পাওয়া যাবে না।’
ইশা জানান, এক সুপারস্টার তাকে বলেছিলেন তার সঙ্গে আলাদা দেখা করলে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। অভিনেত্রী বলেন, ‘এমন আরও অনেকে আছেন। খুব পরিচিত এক অভিনেতার সঙ্গে আমার কাজের কথা হয়েছিল। কিন্তু পরে ওই অভিনেতা বলেন, দেহব্যবসায় রাজি থাকলে তবেই অভিনয়ের সুযোগ পাবেন।’
ইশা দাবি করেন, ‘অভিনেতার এই কুপ্রস্তাবের বিষয়টি আমি ছবির প্রযোজককে অবহিত করেছিলাম এবং ওই অভিনেতার সঙ্গে কাজ করব না বলে সরাসরি জানিয়ে দেই। এরকম আরও অনেক অভিযোগ আছে। শুধুমাত্র সম্মানের খাতিরে এতদিন কিছু প্রকাশ করিনি।’