সংবাদদাতা :

কক্সবাজারে ইয়ু্থ ইনলাইটেনমেন্ট সোসাইটির (ইয়েস) উদ্যেগে You Can do স্লোগানে ক্যারিয়ার সেশন টুরিস্ট পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ছে। আজ সকাল ১১ ঘটিকায় লাবণী পয়েন্টে টুরিস্ট পুলিশের হল রুমে এ ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

এই ক্যারিয়ার সেশনে প্রধান স্পিকার ছিলেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিওনের পুলিশ সুপার আপেল মাহমুদ। ইয়েসের ফিনেন্সিয়ার কোর্ডিনেটর মামুনের প্রবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সেশনে স্বাগত বক্তব্য রাখেন ইয়েসের প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ শাহ্‌ নিবারাজ।

সংগঠনের প্রধান নির্বাহী রাফিয়া আক্তারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সরোয়াত মনির সাকিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইয়েসের উপদেষ্টা আদহাম বিন ইব্রাহীম ও সিএইসারডিএফ এর প্রধান নির্বাহী কায়সার হামিদ। এসময় উপস্থিত ছিলেন ইয়েসের সভাপতি রাফিয়া আক্তার, ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাওসিভা সিয়াম ও স্টিয়ার ফর চেইন্জের প্রতিনিধি, টুরিস্ট পুলিশ কর্মকর্তারা সহ ইয়েসের অর্ধশতাধিক সদস্যারা।

ক্যারিয়ার সেশনের প্রধান স্পিকার ও চট্টগ্রাম টুরিস্ট পুলিশের সুপার তার দীর্ঘ সেশনে নিজের জীবনী তুলে ধরেন এবং তরুনদের সফল হওয়ার জন্য নানা দিকনির্দেশনা দেন।

ইয়েসের প্রদান নির্বাহী তারেকুর রহমান বলেন, কক্সবাজারের মতো স্থানে এ ক্যারিয়ার ক্যারিয়ার সেশন তরুনদের জন্য সোভাগ্যের ব্যাপার।এসময় তিনি ক্যারিয়ার সেশনের প্রদান স্পিকার ও চট্টগ্রাম রিজিওনের পুলিশ সুপার আপেল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সবাইকে ধন্যবাদ জানান।