এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভা কর্তৃপক্ষের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৌর ভবনের হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের ট্রাাস্ট টিম লিডার কোবেনার, এমজিএসপি প্রকল্পের ডিপিডি মনজুর আলী, বিশ্বব্যাংকের ইঞ্জিনিয়ার শিয়াব, সামিরা, আখতারুজ্জামান ও এমজিএসপি প্রকল্পের ইঞ্জিনিয়ার আশফাকুল জলিল।

সভায় বিশ্বব্যাংকের এমজিএসপি প্রকল্পের অধিনে চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। এসময় বিশ্বব্যাংক প্রতিনিধিদল প্রকল্প কাজের অগ্রগতির জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের ভূয়শী প্রশংসার পাশাপাশি পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজসমুহ সচ্চতার সাথে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় পৌর সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মছুদুল হক মধু, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরমোহাম্মদ মুজিবুল হক, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি ও আঞ্জুমান আরা বেগম, পৌরসভার ইঞ্জিনিয়ার মুজিবুল হক, সহকারী ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি ধর, এমজিএসপি প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মাহবুবুর রাহমানসহ প্রকল্পের ঠিকাদারগন আরও উপস্থিত ছিলেন।