আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়ায় নদী- খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
৪ নভেম্বর (সোমবার) বেলা ১২ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় ছড়া এলাকার একটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন, প্লাস্টিক পাইপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
লোহাগাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
পরে ড্রেজার মেশিন দুইটি ও প্লাস্টিক পাইপ জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় ছড়া খাল থেকে উত্তোলিত ভিটিতে থাকা প্রায় ২০ হাজর ঘন ফুট বালু জব্দ করা হয়।
লোহাগাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান,বেশকিছু দিন ধরে সাতগড় ছাড়া থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন।
এমন খবর জানতে পেরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় । তিঁনি আরো জানান, অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। তবে এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।