মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী পৌর সদর এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের নকল সার্টিফিকেট,জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে ম্যাজিস্ট্রেট হাটহাজারী পৌর সদর এলাকার মডেল থানা সংলগ্ন মোস্তাফা মার্কেট এ সততা প্রিন্টার্স প্রেস এ অভিযান চালিয়ে নকল জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত নকল সনদ ও বিভিন্ন সার্টিফিকেট উদ্ধার করেন। প্রতিষ্টানের মালিক নজরুল ইসলাম(৫০) ও কর্মচারী ফহিম(২২)কে আটক করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন,যেকোনো শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয় এর সার্টিফিকেট কিংবা মার্কশীট অথবা যেকোনো সনদ(জন্ম নিবন্ধন,জাতীয়তা,কাবিননামা,ড্রাইভিং লাইসেন্স) মাত্র ১০ মিনিটে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে এই ব্যাবসা চালিয়ে আসছিল সততার মালিক নজরুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।