লোহাগড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড হয়ে গেছে।

এ সময় বর ও কন্যা পক্ষের অভিভাবকরা বাল্য বিবাহ আইন ভঙ্গ করায় ভ্রমান আদলতে ২৫ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা দিয়ে রেহাই পেয়েছে।

রবিবার গভীর রাতে পদুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত লিটন দাশের দশম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে উপজেলার চরম্বা জমাদার পাড়ার অজিত দাশের ছেলের সাথে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে বিবাহের আয়োজন চলছিল। এ খবর জানতে পেরে ইউএনও তৌছিফ আহমেদ সেখানে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে প্রথমে বর ও কনের অভিভাবকরা গাঢাকা দেয়। পরে স্থানীয় ও উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে বর ও কনের অভিভাবকদের হাজির করা হয়। তারপর ইউএনও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার জন্য ওই ছাত্রীর অভিভাবক ও বরের অভিভাবকের কাছ থেকে মুচলেকা ও জরিমানা করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়।