সংবাদ বিজ্ঞপ্তিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।
যৌথ বিবৃতিতে তারা বলেন, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা। চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দুই বার কেবিনেট মন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি অবিভক্ত ঢাকার মেয়র, কেবিনেট মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি পদে ছিলেন।
তাঁর এই মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী পরিবার নয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুরো দেশবাসী শোকাহত।
আমরা উনার আত্মার মাগফেরাত কামনা করছি।মহান আল্লাহ্ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১ টায় নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সিনিয়র এই নেতা।
তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ অক্টোবর সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে কক্সবাজার জেলা ছাত্রদলের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে