লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দু’টি মেশিন ধ্বংস করা হয় এবং বিপুল পরিমান বালু জব্দ করা হয়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

জানা যায়, উপজেলার চুনতি সাতগড় ছড়ায় সিন্ডিকেট করে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেন এবং বালু উত্তোলন কাজে ব্যবহ্নত মেশিন ধ্বংস করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, চুনতি ইউনিয়নের সাতগড় ছড়ায় আজকের অভিযান। অবৈধ বালু উত্তোলনের জন্য দুইটি মেশিন ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।