মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমাবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের খিয়াংঝিরি এলাকার বাহাদুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান বাহাদুর পাড়ার বাসিন্দা আবদুল মতিনের ছেলে।

সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিজানুর রহমান বসত ঘর সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যান। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি আমিরাবাদ মা মনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজানুর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান নিশ্চিত বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।