মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া নিবাসী মোজাম্মেল হক হেলালী প্রকাশ মোজাম্মেল মেম্বার (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সোমবার ৪ নভেম্বর ভোর ৫ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি মরহুমের ছোট ভাই আবদুল খালেক সিবিএন-কে নিশ্চিত করেছেন।
মরহুম মোজাম্মেল মেম্বার উত্তর নুনিয়াছটার মরহুম হাজী জামাল হোসেন ও মরহুমা মজুমা খাতুনের পুত্র। মরহুম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। মৃত্যূকালে মরহুম মোজাম্মেল মেম্বার স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।
সোমবার ৪ অক্টোবর আসরের নামাজের পর উত্তর নুনিয়াছটা বড় কবরস্থান মাঠে মরহুম মোজাম্মেল মেম্বারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছোট ভাই আবদুল খালেক সিবিএন-কে জানিয়েছেন।