আলাউদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন, লোহাগাড়া রক্তদান গ্রুপ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনের সদস্যরা।

বর্ষপূর্তি উপলক্ষে ৩ নভেম্বর ( রবিবার ) লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া রক্তদান গ্রুপের উপদেষ্ঠা ডা: তাহিয়াদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোহাগাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুল আলম, সাংবাদিক অাব্দুল আউয়াল জনি, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর অালহাজ্ব মুহাম্মদ অাব্বাস উদ্দিন, লোহাগাড়া ছাত্র সমাজ চট্টগ্রাম’র সভাপতি মোঃ আবু ছিদ্দিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সভ্যতার চরম বিপর্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠগুলোর সমাজসেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার।

একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন’ এমন ডাকের অপেক্ষায় থাকেন লোহাগাড়া রক্তদান গ্রুপের সদস্যরা। খবর পেলেই ছোটেন। রোগীর ঠিকানা নিয়ে পৌঁছে যান হাসপাতালে।

রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেন তাঁরা কখনো মাদক স্পর্শ করেনা। রক্তদানে জনসচেতনা সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব

অনুষ্ঠানে বিভিন্নস্থান থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় লোহাগাড়া রক্তদান গ্রুপ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।