পেকুয়া সংবাদদাতা:
পেকুয়ায় চোরাই গর্জন ও তেলসুর গাছসহ একটি ট্রলি গাড়ী জব্দ করেছে বনবিভাগ।

রোববার (৩নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলা সদরের মৌলভীপাড়া ব্রীজ এলাকা থেকে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লার নেতৃত্বে একদল বনরক্ষী এসব চোরাই গাছসহ গাড়ীটি জব্দ করেন।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, গোপন সংবাদে ভিত্তিতে সংরক্ষিত বনের গাছ পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় দুইটি গর্জন ও একটি তেলসুর গাছসহ একটি ট্রলি গাড়ী আটক করা হয়। তবে বনবিভাগের অভিযান টের পেয়ে গাড়ীটির চালক পালিয়ে যায়। পরে চোরাই গাছ ও গাড়ীটি জব্দ করে বনবিভাগ। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।