মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা।

রবিবার (৩ নভেম্বর) বিকালে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়াং চাক।

উপজেলা আওয়ামীলীগসহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান,
আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার, যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন, ফাহিম ইকবাল খায়রু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সাত্তার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুলসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা জাতীয় চার নেতার খুনিদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে জাতি অভিশাপ মুক্ত হতে পারে বলে মন্তব্য করেন।