ক্রীড়া প্রতিবেদক:
দৃষ্টিশক্তি হারিয়েছেন। স্বপ্ন দেখার শক্তি আর বাস্তবে তা অর্জনের মনোবল হারাননি বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মো. ফয়সাল। গ্রামের বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটায়। ফয়সাল ২০১২ সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড়। জাতীয় দলের হয়ে তিনি দেশেবিদেশে অনেক ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছেন। এর অংশ হিসেবে এবার নিউজিল্যান্ড ফয়সাল।
আজ রোববার রাতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে। বাংলাদেশ নিউজিল্যান্ড তিনটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ ৩টি ও ওয়ান্ডে ম্যাচ খেলবে ২টি।
এর আগে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার আগে কক্সবাজার প্রেস ক্লাবে বিদায়ের মুহুর্তে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদসহ সাংবাদিকরা।
উল্লেখ্য যে তিনি ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্ব কাপ ক্রিকেট অংশ নেন। ২০১৪ সালে সাউথ আফ্রিকা বিশ্ব কাপ খেলেন এবং ২০১৫ সালে ভারতে এশিয়া কাপে অংশ নেন। ২০১৭ সালে টোয়েন্টি টোয়েন্টি বিশ্ব কাপ ও সর্বশেষ ২০১৮ সালে ওয়ান্ডে বিশ্ব কাপ খেলেন।