মো. নুরুল করিম আরমান, লামা:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলার মিশন-পূর্বপাড়া ও মেরাখোলা সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে একটানা এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোটর সাইকেল মার্কায় ৪২ ভোট পেয়ে সভাপতি পদে মো. সাদেক হোসেন, তালা চাবি মার্কায় ৩৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আবদুল মোতালেব ও টিউবওয়েল মার্কায় ৩৫ ভোট পেয়ে সদস্য পদে মো. রুবেল নির্বাচিত হয়। এর আগে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সাদ্দাম হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে অজাহা ত্রিপুরা নির্বাচন কমিশনার ও সাধণ কান্তি দাশ নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন। সমিতির সর্বমোট ৬৮ সদস্যের মধ্যে ৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহনের পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

এ সময় সাংবাদিক মো. নুরুল করিম আরমান, নাজমুল হুদাসহ সমিতির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির নির্বাচন কমিশনার অজাহা ত্রিপুরা বলেন, নব নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী দুই বছর সমিতি পরিচালনায় দায়িত্ব পালন করবেন।